Cart (0) Close

No products in the cart.

Cart (0) Close

No products in the cart.

৫ উপাদানে তৈরি এই সিরাম লাগালে নতুন চুল গজাবে টাকে

hair serum

চুল পড়া কমাতে রোজমেরি যে কার্যকরী ভূমিকা পালন করে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো হেয়ার কেয়ারে এই এই পাতার নির্যাসকে জায়গা করে দেন অনেকেই। আপনিও ব্যবহার করুন। এর সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে বানিয়ে ফেলুন ঘরোয়া হেয়ার গ্রোথ সিরাম, যেটি স্ক্যাল্পে লাগালে চুলের বৃদ্ধি হবে দেখার মতো!

সুন্দর ও ঘন চুল পাওয়ার স্বপ্ন দেখেন প্রত্যেকেই। আর সেই স্বপ্ন পূরণের জন্য়ে তাঁরা নানারকম চেষ্টাও চালান। এক্ষেত্রে কেউ ভরসা রাখেন দামি হেয়ার প্রোডাক্টে তো আবার কারও ভালো লাগে হেয়ার গ্রোথ সিরাম।

এখন প্রশ্ন হল, ঘরে কী ভাবে হেয়ার গ্রোথ সিরাম বানাবেন? কয়েকটি সাধারণ উপকরণের সাহায্যেই কি এই হেয়ার সিরামটি বানিয়ে ফেলা সম্ভব? এসব প্রশ্নের উত্তর দিয়ে ঘরোয়া হেয়ার গ্রোথ সিরাম বানানোর পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হল এই প্রবন্ধে। জেনে নিন আপনিও।

হেয়ার গ্রোথ সিরাম কী ভাবে কাজ করে?

চুলের ফলিকলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পৌঁছে দেয়। ফলে হেয়ার ফলিকলগুলিতে পুষ্টির কোনও ঘাটতি হয় না। এমনকী এটি স্ক্যাল্পের সমস্যা মেটাতেও কার্যকরী ভূমিকা পালন করে। তাই এটি নিয়মিত ব্যবহার করলে চুলের বৃদ্ধি হয় দেখার মতো।

সিরাম ব্যবহারের নিয়মঃ

চুলের বৃদ্ধির জন্যে এই হেয়ার গ্রোথ সিরাম ব্যবহার করতেই পারেন আপনি। এক্ষেত্রে সামান্য কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন ধরুন…

  • প্রতি রাতে এই হেয়ার গ্রোথ সিরাম লাগাতে হবে।
  • স্ক্যাল্প মাসাজ মাস্ট।
  • ব্যবহার করতে করতে বন্ধ করে দেবেন না।
  • স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে, নাহলে সিরাম কাজ করবে না।
  • টানা কয়েক মাস ব্যবহারে ফল দেখতে পাবেন, ম্যাজিকের আশা না করাই শ্রেয়।
  • ভিটামিন সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার খেতে ভুলবেন না।

কী ভাবে বানাবেন হেয়ার সিরামঃ

এটি বানানোর জন্যে আপনার প্রয়োজন পড়বে…

  • রোজমেরি অয়েল
  • টি ট্রি অয়েল
  • পিপারমিন্ট অয়েল
  • ভিটামিন ই অয়েল
  • অ্যালোভেরার নির্যাস

ধাপে ধাপে বানানো শিখে নিনঃ

একটি পাত্রে পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিন। তারপরে সেটি খুব ভালো ভাবে ব্লেন্ড করে পাতলা মিশ্রণ বানিয়ে ফেলুন। এবার তাতে যোগ করুন এক চামচ ভিটামিন ই অয়েল। এই দুই উপকরণ মেশানোর পরে ৩ ফোঁটা করে টি ট্রি অয়েল এবং পিপারমিন্ট অয়েল যোগ করুন। আর একদম শেষে ৪ ফোঁটা রোজমেরি অয়েল বা রোজমেরির নির্যাস মিশিয়ে দিন। তাহলেই আপনার হেয়ার গ্রোথ সিরাম তৈরি। এবার একটি কাচের শিশিতে ঢেলে রাখুন।

উপকারিতা জেনে নিনঃ

চুলের বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে রোজমেরি অয়েল, আর সে কথা প্রমাণ হয়ে গিয়েছে গবেষণাতেও। তাই এই তেল যদি আপনি স্ক্যাল্পে নিয়মিত মালিশ করেন, তাহলে তো নতুন চুল গজাবেই। এমনকী হেয়ার ফলের সমস্যাও কমবে।

টি ট্রি অয়েল স্ক্যাল্পের সুস্বাস্থ্য অটুট রাখতে কার্যকরী ভূমিকা পালন করে এবং প্রদাহ কমিয়ে সংক্রমণের আশঙ্কাও কমায়। এদিকে পিপারমিন্ট অয়েলও চুলের জন্যে বেশ উপকারী। তাই ঘরোয়া এই হেয়ার সিরাম নিয়মিত স্ক্যাল্পে লাগালে যে উপকার পাবেনই, সে কথা এক প্রকার হলফ করে বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *