Cart (0) Close

No products in the cart.

Cart (0) Close

No products in the cart.

গরমে ত্বকের জ্বালা-পোড়া কমবে চুটকিতে, উধাও হবে কালচে দাগও

honey natural care

ত্বকের যত্নে মধু যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কথা কারও অজানা নয়। তাই এই গরমে আপনি খুব সহজেই স্কিনকেয়ার রুটিনে যোগ করতে পারেন মধু। এটি ব্যবহারে ত্বকের সমস্যা কমবে আর সৌন্দর্যও বাড়বে। কী ভাবে ত্বকের যত্নে মধু ব্যবহার করবেন, জেনে নিন।

ত্বকের জেল্লা বাড়াতে এবং নানারকম সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যেসব প্রাকৃতিক উপাদান কার্যকরী ভূমিকা পালন করে, সেই তালিকায় প্রথম সারিতেই উঠে আসে মধুর নাম।

কারণ মধুতে এমন কিছু উপকারী উপাদান রয়েছে, যেগুলি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সিদ্ধহস্ত। আর এই প্রবল দাবদাহে ত্বককে সুস্থ রাখতে মধুর কোনও বিকল্পও হয় না। তাহলে আর দেরি না করে জেনে নিন গরমের স্কিনকেয়ারে কী ভাবে ব্যবহার করবেন মধু।

ক্লিনজার হিসেবে ব্যবহার করুনঃ

এই ফেসিয়াল ক্লিনজার বানাতে আপনার প্রয়োজন দুই চামচ বেসন, দুধের সর এবং মধু। এবার প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে বানিয়ে ফেলুন ঘন মিশ্রণ। তারপরে সেটি আপনার ত্বকে লাগান। ধীরে ধীরে মাসাজ করুন।

এই মিশ্রণ আপনার ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে দেবে, একইসঙ্গে ত্বকের আর্দ্রতার মাত্রাও ফেরাবে। বাড়াবে ত্বকের জেল্লাও।

ক্ষত সারানঃ

ত্বকের ক্ষত সারিয়ে তুলতে মধু বেশ কার্যকরী। এমনকী কোথাও কেটে গেলে কিংবা ত্বকের কোনও স্থান পুড়ে গেলে সেখানেও মধু লাগাতে পারেন আপনি। আর মধুর এই গুণের কথা গবেষণাতেও উল্লেখ করা হয়েছে।

গরমকালে ত্বকে সানবার্ন খুব অস্বাভাবিক নয়। আর এই সানবার্ন সারিয়ে তুলতেই মধু ব্যবহার করুন। বেশ উপকার পাবেন।

ময়শ্চারাইজার হিসেবেও কার্যকরীঃ

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মধুর জুড়ি মেলা ভার। তাই এটি আপনি যদি নিয়মিত মুখে লাগান, তাহলে আপনার ত্বকের রুক্ষভাব কমবে। আর ত্বকের জ্বালা-চুলকানিও চলে আসবে নিয়ন্ত্রণে।

এক্ষেত্রে অ্যালোভেরার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। তাতেই কাজ হবে ষোলো আনা।

ফেসপ্যাকে ব্যবহার করুনঃ

মধুর ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন। বিশেষ করে আপনার ত্বক যদি রুক্ষ প্রকৃতির হয়, তাহলে যে দারুণ উপকার মিলবেই, সে কথা বলাই বাহুল্য।

এক্ষেত্রে একটি পাত্রে পরিমাণ মতো বেসন এবং টক দই নিন। তার সঙ্গে যোগ করুন ২ চামচ মধু। এই উপকরণগুলি মিশিয়ে আপনার ফেসপ্যাক বানিয়ে ফেলুন। সেটি আপনার মুখে লাগান। আর ফল পান হাতে নাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *